প্রাণ-পুষ্প

আমার পরাণ যেন হাসে,
ফুলেরি মতন অনায়াসে;
চাঁদের কিরণতলে,
বরষার ধারা জলে,
শিশিরে কিবা সে মধুমাসে;-
ফুলেরি মতন অনায়াসে।
সব সঙ্কোচ শোক
কুণ্ঠা শিথিল হোক্‌,
আপনারে মেলিয়া বাতাসে,
নবনীত-নিরমল
খুলিয়া সকল দল
সার্থক হোক্‌ মধু-বাসে;-
ফলেরি মতন অনায়াসে।