সিন্ধু-তাণ্ডব

(পঞ্চামর ছন্দের অনুসরণে)

মহৎ ভয়ের মূরৎ সাগর
বরণ তোমার তমঃশ্যামল;
মহেশ্বরের প্রলয়-পিনাক
শোনাও আমায় শোনাও কেবল।

বাজাও পিনাক, বাজাও মাদল,
আকাশ পাতাল কাঁপাও হেলায়,
মেঘের ধ্বজায় সাজাও দ্যুলোক,
সাজাও ভূলোক ঢেউয়ের মেলায়।

ধবল ফেনায় ফুটুক তোমার
পাগল হাসির আভাস ফেনিল,
আলাপ তোমার প্রলাপ তোমার
বিলাপ তোমার শোনাও, হে নীল!

কিসের কারণ আকাশ-ভাষণ?
কিসের তৃষায় হৃদয় অধীর?
পরাণ তোমার জুড়ায় না হায়
অধর-সুধায় অযুত নদীর?

বেদের অধিক প্রাচীন নিবিদ্
নিবিদ্ হ’তেও প্রাচীন ভাষায়,-
মরম তোমার নিতুই জানাও
হে সিন্ধু! কোন্ সুদূর আশায়?

সুধার আধার ঊদের শোকেই
তোমার কি এই পাগল ধরণ?-
মথন-দিনের গভীর ব্যথায়
মরণ-সমান আঁধার বরণ!

গলায় তোমার নাগের নিবীত,
ঢেউয়ের মেলায় সাপের সাপট;
চাঁদের তরাস রাহুর গরাস,
রাহুর তরাস তোমার দাপট।

হাজার যোজন বিথার তোমার,
বিপুল তোমার হৃদয় বিজন;
তোমার ক্ষোভের নিশাস মলিন
করুক প্রাবৃট্ মেঘের সৃজন।

রবির কিরণ ছড়ায় তরল
গোমেদ মাণিক মনঃশিলায়,-
মুনাল পাখীর সুনীল পাখায়,
কুনাল পাখীর আঁখির নীলায়।

বিষের নিধান যে নীল-লোহিত
নিদান বিষের বিষম দহন
তাঁহার ছায়ায় বহুক নিলীন
মায়ায় যে জন গভীর গহন।

বাজাও মাদল, বিড়োল পাগল!
উঠুক হে জয়জয়ন্তী তান;
বাজের আওয়াজ তোমার কাছেই
শিখুক নবীন মেঘের বিতান।

ঢেউয়ের ঘোড়ার কে হয় সওয়ার,
কে হয় জোয়ার-হাতীর মাহুত?
ডাকাও সবায়, মিলাও সবায়,
পাঠাও তোমার প্রগল্ভ দূত।

প্রাচীন জগৎ গুড়াও এবং
নূতন ভুবন গড়াও হেলায়,
উঠুক্ কেবল ‘ববম্’ ‘ববম্’
চতুঃসীমার বেলায় বেলায়।

জতুর পুতুল বসুন্ধরায়
ও নীল মুঠার জানাও পেষণ!
জানাও সোহাগ কী ভীম ভাষায়!
প্রেমের ক্ষুধায় কী অন্বেষণ!

জগন্নাথের শীতল শয়ান
তুমিই কি সেই অনন্ত নাগ?
ফণায় ফণায় মাণিক তোমার
পাথার-হিয়ায় অতুল সোহাগ।

তিমি’র পাঁজর তুফান তোমার,
খেলার জিনিস হাঙর মকর,
সগর-কুলের স্বখাত সলিল
নিধির নিধান হে রত্নাকর!

ভুবন-ভ্রূণের দোলার শিকল
তুমিই দোলাও, নীলাজ্ব-নীল!
আকাশ একক তোমার দোসর,
সোদর তোমার অনল অনিল।

কামর ঢেউয়ের ঝালর হেলায়
-অলখ্ বেতাল দিনের আলোয়,
রভস তোমার আসব সমান।
দিবস নিশায় আলোয় কালোয়।

বাসব যাহায় করেন পীড়ন
সহায় শরণ তুমিই তাহার,
রাজার রোষের আশঙ্কা নেই
ঢেউয়ের তলায় লুকাও পাহাড়।

আগম নিগম গোপন তোমার
কখন কী ভাব,- বোঝায় কে সেই?
এসেই- “অয়ম্ অহম্ ভো”- এই
বলেই তফাৎ রোষের বেশেই!

বিরাগ তোমার যেমন বিষম,-
সোহাগ তেমন, তেমন শাসন;
ঢেউয়ের দোলেই ভুবন দোলাও,
ভূমার কোলেই তোমার আসন।

সুধার সাথেই গরল উগার!-
পাগল! তোমার কী এই ধরণ?
জগৎ-জয়ের মূরৎ সাগর!
মহং ভয়ের মহৎ শরণ!