রজনী কাটে

রজনী কাটে রবির ছোয়াঁ
পাখিরাহারা সুরের খেঁয়া,
নিয়তি আমার তোমার খুঁজে
এ মনে আজ কি সুর বাজে।।

সাঁঝের বেলা চাঁদের উকি
আঁধারে মিলায় সুখের পাখি।।
বিরহী এ মন তবু সুখ খোঁজে
অশ্রুঘেরা অনুভবে।

জোঁছনা রাতে এ নয়ন ভেঁজে
স্বপ্নগুলো ব্যাথার মাঝে।।
নিরাশার বুকে আশা কাঁদে
মমতার ছোঁয়া অনুরাগে।

কন্ঠঃ সাঈদ হাসান টিপু
কথাঃ জানা যায় নি
সুরঃ অবসকিওর