আমি কী করিব রে

আমি কী করিব রে
প্রাণনাথ তুমি বিনে
সোনার অঙ্গ পুড়ে আঙ্গার
হলো দিনে-দিনে রে
প্রাণনাথ তুমি বিনে।।

আসা-যাওয়া সার হয়েছে
নিয়তির বিধানে
জন্ম-জরা-যমযাতনা
সব তোমার অধীনে রে
প্রাণনাথ তুমি বিনে।।

আশেক যারা জানে তারা
মন দিয়া মন কিনে
প্রেমসাগরে বাইলে বড়শি
ধরে রসের মীনে রে
প্রাণনাথ তুমি বিনে।।

চির-অপরাধী আমি
বাঁধা আছি ঋণে
তোমার কাছে ক্ষমা চাহে
করিম দীনহীনে রে
প্রাণনাথ তুমি বিনে।।

(আল্লা স্মরণ)