বলো সখি প্রাণপাখি

বলো সখি প্রাণপাখি
কোন দেশে রইল
এ জীবনে ভুলিবে না
আমারে কইল।।

প্রেম করে গেল ছাড়িয়া
মন-প্রাণ নিল কাড়িয়া
আমারে প্রাণে মারিয়া
কার সঙ্গ লইল।।

লাগলো গলে প্রেমের ফাঁসি
জগতে রইল হাসি
করে আমায় কুলবিনাশী
নিদারুণ হইল।।

আশায় জীবন হলো গত
আশা পূর্ণ হইল না তো
প্রেম করিয়া আবদুল করিম
কত দুঃখ সইল।।

(বিচ্ছেদ)