দয়াল মুর্শিদ, তুমি বিনে

দয়াল মুর্শিদ, তুমি বিনে
কে আছে আমার?
তোমার নাম ভরসা করে
অকূলে দিলাম সাঁতার।।

প্রথম যৌবনকালে
চরণছায়া পাব বলে
আশ্রয় নেই তোমার
ঘটল না পোড়া কপালে
তোমার চরণ সেবিবার।।

ভবের হাটে মানিক লোটে
বৈতরণী নদীর ঘাটে
বসেছে বাজার
বেচাকেনার ভাও জানি না
বাতি নাই ঘোর অন্ধকার।।

তুমি যার হয়ে সারথি
আঁধারে দিয়েছ বাতি
ভয় কী আছে তার?
অকূলে কূল দাও গো মুর্শিদ
বলে করিম গুনাগার।।

(মুর্শিদ স্মরণ)