কার কাছে দাঁড়াব আমি বলো না

কার কাছে দাঁড়াব আমি বলো না
আমার বলতে তুমি বিনা
আর যে কিছু রইল না
কার কাছে দাঁড়াব আমি বলো না।।

আমি তোমার আশা করি
দেখলে বাঁচি নইলে মরি
বন্ধু তোমার চরণ ধরি
করিও না ছলনা।।

তোমার প্রেমে সর্বহারা
বসত করি পাগলপাড়া
হয়েছি পাগলের ধারা
মুই অভাগী ললনা।।

আপন ঘরে আছে বাদি
এই যন্ত্রণায় সদায় কাঁদি
আমি মহা অপরাধী
তাই তো দয়া হলো না।।

করিম বলে ইহলোকে
এই দুঃখ রইল বুকে
তোমায় নিয়ে থাকব সুখে
সে দিন আমার এল না।।

(বিচ্ছেদ)