কেউ বলে শাহ আবদুল করিম কেউ বলে পাগল

কেউ বলে শাহ আবদুল করিম কেউ বলে পাগল
যার যা ইচ্ছা তাই বলে, বুঝি না আসল নকল।।

জন্ম আমার সিলেট জেলায় সুনামগঞ্জ মহকুমায়
বসত করি দিরাই থানায় গ্রামের নাম হয় ধল।।

ধল একটি প্রসিদ্ধ গ্রাম দূরদূরান্তে আছে নাম
এই গ্রামেতে জন্ম নিলাম, নাই কোনো সম্বল।।

স্কুল মাদ্রাসাদি শিক্ষাদীক্ষার আছে বিধি
মধ্যে বহে কালনী নদী তাতে কালো জল।।

কালনী নদীর উত্তর পারে আছি এক কুঁড়েঘরে
পোস্ট অফিস হয় ধলবাজারে ইউনিয়ন তাড়ল।।

পিতার নাম ইব্রাহিম আলী সোজা সরল আল্লার ওলি
পির মুর্শিদের চরণধূলি করিমের সম্বল।।

(আত্ম পরিচয়)