মন মুসল্লি ভাই

মন মুসল্লি ভাই
শরিয়তে আছ তুমি
তরিকতে নাই
তরিকতে নাই
তুমি হকিকতে নাই।।

হকিকতের হক বিচারে
মন পবিত্র হলে পরে
দেখতে পাবে আপন ঘরে
আল্লা আলেক সাই।।

হও যদি খাঁটি মুসলমান
বাহির-ভিতর করো সমান
যে হবে মুনাফিক নাদান
নরকে তার হবে ঠাঁই।।

আসা-যাওয়া করে দমে
দিনে দিনে আয় কমে
কয় বাউল আবদুল করিমে
মরণকালে চরণ চাই।।

(মনঃশিক্ষা)