মন তুই দেখ না খুঁজে দেহের মাঝে

মন তুই দেখ না খুঁজে দেহের মাঝে
কী ধন দিলেন মহাজনে
ধরবে যদি অধরারে মুর্শিদ ধরে
ঘরের খবর লও না জেনে।।

কালির লেখায় আলিম হয় না মন রে কানা
অজানাকে যে না জানে
আল্লাহ নবি আদমছবি
একসুতে বাঁধা তিনজনে।।

দেহের রত্ন করলে যত্ন
ভালোবাসে মহাজনে
মুর্শিদ যার হয় সারথি মহারথি
সে জিয়নমরণ দুজাহানে।।

আশেক যারা পাইল তারা
আপন ঘরে আপন চিনে
হলো না মোর আপন চিনা রাং কি সোনা
ভাবছে করিম দীনহীনে।।

(দেহতত্ত্ব)