মুর্শিদের প্রেমবাজারে

মুর্শিদের প্রেমবাজারে
কে যাবে রে আয়
যেতে যদি হয় বিলম্ব নয়
চল যাই সকালবেলায়।।

মনে মনে যোগ পড়িলে
সময়ে রাস্তা ধরিলে
সুজনের সঙ্গ করিলে
সুবাতাসে প্রাণ জুড়ায়।।

সেই বাজারে যারা যাবে
মন্ত্র নয় মন্ত্রণা পাবে
বেচা-কেনা ভাবে-ভাবে
বিনা মূল্যে মাল বিকায়।।

পঞ্চরসের রসিক হলে
মিশে যায় পাগলের দলে
বাউল আবদুল করিম বলে
আমার দিন বিফলে যায়।।

(পির-মুর্শিদ স্মরণ)