ওগো আল্লার ওলি শাহপরান

ওগো আল্লার ওলি শাহপরান
দয়াল বলে ভক্ত সবাই
গায় যে তোমার গুণগান-
আল্লাহর ওলি শাহপরান।।

শাহজালালের সঙ্গী হলে
মুখে আল্লা-আল্লা বলে
সিলেটে আসিলে চলে
ছেড়ে দিয়ে জন্মস্থান-
আল্লার ওলি শাহপরান।।

ভোগী নয় ত্যাগী জানি
তাই তো দিল-ইমানে মানি
দূর করে দাও পেরেশানি
করো তোমার দয়া দান-
আল্লাহর ওলি শাহপরান।।

বাউল আবদুল করিম বলে
দয়াল তোমার দয়া হলে
ইহকাল-পরকালে
পাইব রহমত আসান-
আল্লার ওলি শাহপরান।।

(ওলি স্মরণ)