অনেকে বলে আমারে গাও না একটা তেল-চোরার গান

অনেকে বলে আমারে গাও না একটা তেল-চোরার গান
তেল-চোরা নয় বিষম চোরা সে যে অনেক ক্ষমতাবান।।

দেখরে ভাই বিচার করে তেল-চোরা রয়েছে ঘরে
সুকৌশলে চুরি করে- চোরে জানে চুরির সন্ধান।।

ভু-তত্ত্ব বিজ্ঞানী যারা চিন্তা ভাবনা করেন তারা
মনে প্রাণে চেষ্টা করা এই যে তাদের কর্ম বিধান।।

বহু খোঁজাখুঁজির পরে তেল মিলেছে হরিপুরে
আনন্দ সবার অন্তরে যারা বাংলা মায়ের সন্তান।।

হরিপুরে হরির লুট কেন দেশবাসী কি খবর জানো
তেল-চোরায় তেল নিলো শোনো এ দেশকে করতে চায় শ্মশান।।

এই ভাবে তেল দেওয়া যায় না দেশবাসী তা মানতে চায় না
করেন সবাই বিবেচনা এই তেল মায়ের দুধের সমান।।

দেশের সম্পদ দেশবাসীর হয় ব্যক্তিগত মালিক কেউ নয়
রয়েছে তেল-চোরার ভয় দেশবাসী হও সাবধান।।

দেশের সম্পদ রক্ষা করো মনের দুর্বলতা ছাড়ো
নিজের কর্ম নিজে করো চোরে চায় না দেশের কল্যাণ।।

বাউল আবদুল করিম গায় পড়েছি বিষম ধাঁধায়
সাধু জন অসুবিধায় বেড়ে গেছে তেল-চোরার মান।।