পিরিত করা প্রাণে মরা গো

পিরিত করা প্রাণে মরা গো
সখি আগে আমি জানি না
প্রেম করা যে এই লাঞ্ছনা।।

সখি গো, বলিতে পারি না মুখে
যে-দুঃখ মোর পোড়া বুকে গো
আঁধার দেখি দিবালোকে গো
সখি ঘুমাইলে ঘুম আসে না-
প্রেম করা যে এই লাঞ্ছনা।।

সখি গো, প্রেম করিলে শান্তি মিলে
বলে তাহা কোন পাগলে গো
বিনা কাষ্ঠে আগুন জ্বলে গো
সখি নিভাইলেও নিভে না-
প্রেম করা যে এই লাঞ্ছনা।।

সখি গো, নদীর জোয়ারভাটা দিলে
ফিরে আসে কালে কালে গো
যৌবন-জোয়ার একবার গেলে গো
সখি জীবনে আর আসে না-
প্রেম করা যে এই লাঞ্ছনা।।

সখি গো, বাউল আবদুল করিম বলে
প্রেমের মালা দিয়া গলে গো
প্রাণবন্ধুরে পাব বলে গো
আমি করি কত আরাধনা-
প্রেম করা যে এই লাঞ্ছনা।।

(বিচ্ছেদ)