প্রাণনাথ হে
মনপ্রাণ তোমারে দিলাম না।
ভবমায়ায় ভুলে আমি
তোমার খবর নিলাম না-
মনপ্রাণ তোমারে দিলাম না।।
শিশুকালে ছিলাম ভালো
আদরে মায়ের কোলে
যৌবনে মায়ার বাঁধনে
পড়িয়াছি গোলমালে
ভবসাগরের অতল জলে
কূল-কিনারা মিলে না।।
তুমি স্রষ্টা তোমার সৃষ্টি
তুমি তো জগতের মূল
তুমি যারে করো দয়া
অকূলে তার মিলে কূল
দরবারে করে থাকি ভুল
করো তুমি মার্জনা।।
বেলা গেল সন্ধ্যা হলো
পড়িয়াছি বিপাকে
জাহাজ নৌকা ঐ নদীতে
ডুবেছে লাখে লাখে
পড়ে নদীর ঘূর্ণিপাকে
ডুবলে কেউ আর ভাসে না।।
দয়াময় নামটি তোমার
রয়েছে জগৎ জুড়ি
বাউল আবদুল করিম তোমার
স্নেহ-দয়ার ভিখারি
বাঁচি কিবা ডুবে মরি
তোমায় যেন ভুলি না।।
(ভক্তিগীতি)