তুমি বোঝো না রে বন্ধু

তুমি বোঝো না রে বন্ধু
বোঝে না ব্যথিতের বেদনা
কুলমান নাশিলাম সাগরে ভাসিলাম
যে সাগরের কুলকিনারা মিলে না।।

আপন হবে বলে ভালোবেসেছিলে
এত দুঃখ দিবে আগে জানি না
পিরিতি করেছি পরানে মরেছি
তুমি যদি ভোলো আমি ভুলি না।।

বসন্তকালে কমলকলি ফুটিলে
কালো ভ্রমরা যদি আসে না
মধু না থাকিলে ভ্রমরা আসিলে
মধু ছাড়া ফুলে ভ্রমর বসে না।।

বিচ্ছেদের আগুনে পুড়ে নিশিদিনে
মনে জানে অন্যে তাহা জানে না
বুকে আগুন নিয়া কত থাকি সইয়া
এই আগুন জল দিলে তো নিভে না।।

সজল নয়নে নিশি জাগরণে
আকুল পরাণে করি ভাবনা
কী সুখে আছি, মরি কি বাঁচি
পাষাণ মনে কি তোমার পড়ে না।।

তোমারই আশায় মরি পিপাসায়
সে পিপাসা তুমি বিনা মিটে না
আবদুল করিম বলে আশাতে রাখিলে
আপন বলে কোলে তুলে নিলে না।।

(বিচ্ছেদ)