আইয়ো না

আইয়ো না আইয়ো না
আরার দেশত আইয়ো না,
পাহাড় আছে সাইগর আছে
মনের মইদ্যে রঙ,
উঁচা-নীচা পথ আছে
আছে মারফতি গান।

অফুরান ভালোবাসা
আছে তোয়ারার লাই,
আইয়ো না আইয়ো না
আরার দেশত আইয়ো না।

পতেঙ্গার ভাব আছে
উরু উরু হাওয়া,
ফয়েজ লেকে স্বপ্ন আছে
প্রেম করে ধাওয়া,
চিমুকত মেঘে ছুঁই যায়
ইচ্ছা হইলে আরা ভাসি বেড়াই,
আরার এই দেশত।

কাপ্তাই এ হ্রদ আছে
পাইবা মনের মিল,
রাঙ্গামাটির সুর হুনি
ভরি যাইবো দিল,
পাহাড়িয়া নাচ আঁছে ভাই
ইচ্ছা হইলে আরা নাচি বেড়াই,
আরার এই দেশত।

কন্ঠ: দলগত
সুর: পার্থ বড়ুয়া