ছাড়বো নাকো মধ্যপথে

নিত্য আমি যাচ্ছি ক্ষয়ে,
চোখের আলো নিভে যাওয়ার
ভাবনা শুধু শুভ্র ভোরে, রাত-বিরেতে
প্রবলভাবে দিচ্ছে হানা, উঠছি কেঁপে।

স্বপ্ন দেখার সাধে রোজই
দু’চোখ বুজি, ভেসে বেড়াই মেঘের সঙ্গে,
আড্ডা জুড়ি তারার পাড়ায়,
তবু আমার ঘুম আসে না কোনো মতে।

মধ্যরাতে লেখার খাতা
খুলে বসি, আঁচড় কাটি ইচ্ছে মতো, কিন্তু লেখা
হয় না কিছুই। হতাশ হয়ে লেখনীকে
থামাই এবং বসে থাকি কলম রেখে।

তবে কি এই বৃদ্ধকালে
চাষের জমি বন্ধ্যা হলো? তবে কি, হায়, কাব্য আমায়
ঘেন্না ক’রে ধু-ধু মরুর বুকে হঠাৎ
ফেলে গেলো? অমাবস্যা আমায় ঘিরে ধরলো শেষে?
কিন্তু আমি নিচ্ছি শপথ,
কাব্যলোকের নিঠুর দেবী যতই তার সাধকটিকে
দিক সরিয়ে হেলা ভরে, তবু আমি
কিছুতে এই সুন্দরীকে ছাড়বো নাকো মধ্যপথে।

২৯-১০-২০০৩