তালে তালে

খট্ খটা খট্ ঘোড়া ছোটে
তেপান্তরের মাঠে,
হন্ হনা হন্ পালকি চলে
পাড়াতলির ঘাটে।
টপ্ টপা টপ্ শিশির ঝরে
টিনের ঘরের চালে,
হুম্ হুমা হুম্ ভুতুম ডাকে
রাত-জমানো ডালে।

মট্ মটা মট্ লাকড়ি ভাঙে
রাকামণি ভোরে,
ঘট্ ঘটা ঘট্ রেলগাড়িটা
চলছে বড় জোরে।

ঝম্ ঝমা ঝম্ বৃষ্টি পড়ে
খেলাঘরের ছাদে,
থম্ থমা থম্ আকাশ শুধু
ঘ্যানঘ্যানিয়ে কাঁদে।

দম্ দমা দম্ ঢোলক বাজে,
বাজনা আরো আছে।
ঝন্ ঝনা ঝন্ ঘুঙুর পায়ে
রাকামণি নাচে।