জানি না

জানি না, কি যে হলো জানিনা
কেন যে হলো জানি না, জানি না।

কি রঙে সাজে এই পৃথিবী
মনে হয় চিনি না জানি না,
চেনা সুর ভুল হয় কেন যে
বারবার জানি না।

কার চিঠি কার ঘরে পৌঁছে যায়
কার কথা কে শোনে ভুল করে জানি না,
দাবানল জ্বলে ঐ সবুজে ভুল সুরে পাখি গায়
কেন কিছু না বুঝে।

বেয়ালির আলো নেই আকাশে
ভালোবাসা খোঁজে পথ এলোমেলো বাতাসে,
কেন আজ সব চোখে এত জল
দিশাহারা স্বপ্নেরা কেন হলো অসফল।

কন্ঠ: শ্রীকান্ত আচার্য
সুর: অমিত বন্দ্যোপাধ্যায়