আমার শ্যামকে আনিয়া দেও গো তোরা

আমার শ্যামকে আনিয়া দেও গো তোরা
কই গো তোরা কই গো ও শ্যাম মনোহরা।। ধু।।
পোড়া অঙ্গা জুড়াইতে আইলাম তোদের পাড়া
মনের আগুন জ্বলছে দেখি ‘চন্দ্রার’ লারা ঝারা৷
ব্রজপুরের নারী যারা তারার আছে এমনি ধারা
ভাইবে রাধারমণ বলে আমি তোমার প্রেমের মরা৷

[বিরহ]