গোলাপে রয়েছে আঁচ, পতঙ্গের ডানা পুড়ে যায়
হাওয়া ঘোরে দূরে দূরে
ফুলকে সমীহ করে
সূর্যাস্ত থমকে থাকে।
দেখো দেখো
আমার বাগানে এক অগ্নিময়
ফুল ফুটে আছে
তাঁর সৌরভেও কত তাপ!
আর সব কুসুমের জীবন-চরিত তুচ্ছ করে
সে ঘাড় ঘুরিয়ে দেখে চতুর্দিক
বৈদূর্যমণির মতো চোখ মেলে সে রয়েছে প্রতীক্ষায়
কার? কার?
[এই কবিতাটি ‘মন ভালো নেই’ কাব্যগ্রন্থেও রয়েছে যা ১৯৭৬ সালে প্রকাশিত হয়]