এ কী রকম কথা

এর মধ্যে কবে যেন দেখা হওয়ার কথা ছিলো,
কবে?

দিনকাল এমন হয়েছে,
কিছুই আর খেয়াল থাকে না।
বর্ষা শেষ হতে না হতে
মনে হয় বর্ষা এসে গেলো।
কোনোদিন হঠাৎ আকাশ নীল হলেই
মনে হয় দূরে কোথাও ঢাক বাজছে।

এ সমস্ত ভুল তবু স্বাভাবিক।
সকলেরই নাকি এ রকম হয়।
কিন্তু,
তোমার সঙ্গে দেখা হওয়ার কথা ছিলো,
সেটা পর্যন্ত ভুল হয়ে গেলো,
এ কী রকম কথা!