আমাদের যৌবন

একদিন কবিতার চরণে চরণে নূপুর বাঁধা হয়েছিলো
কান পেতে না রাখলেও তার ভিতর থেকে
টুং টুং মধুর শব্দ শোনা গিয়েছিল।

আরেক দিন চাঁদে আতর মাখানো হয়েছিলো
জ্যোৎস্নার অপার সৌরভে ভরে গিয়েছিলো
আমাদের বাড়িঘর, তনুমন!

অন্য একদিন বাতাসে রুপোলি তবক লাগানো হয়েছিলো
ঝলমল করে উঠেছিলো আমাদের দিনকাল
আমাদের দক্ষিণের বারান্দা।

অবশেষে একদিন দেয়ালঘড়ির গায়ে দুটো ডানা দেয়া হলো
নীল দিগন্তের সুদুর ওপারে উড়ে গেলো
আমাদের বয়েস,
আমাদের সময়,
আমাদের যৌবন।