আরাধনা

এই কবিতাটিই গতকাল সন্ধ্যাবেলা
লেখা হতে পারতো
কিন্তু গতকাল সন্ধ্যাবেলা হৈচৈ, বন্ধুবান্ধব,
সবাই যখন চলে গেলো-
তখন আর কবিতা লেখার অবস্থা নয়।
সুতরাং আজ সকালে কবিতাটি লেখা হচ্ছে,
কিন্তু এটা যে সেই কবিতাই।
সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
শেষ বিকেলের করুণ আলোয়
পদ্যরানীকে আমি এক ঝলক দেখেছিলাম
রোগা শামলা চেহারা।
আজ সকালেও তারই আরাধনা করছি
তারই নামে এই কবিতার নাম দিলাম
আরাধনা।