আরেকটা শীতকাল

কুলগাছের পাতায় ধুলোর আস্তর জমিয়ে,
শেফালির শেষ কয়টি ফুল
উপরের ঠাণ্ডা হাওয়ায় উড়িয়ে নিয়ে,
আরেকটা শীতকাল
দেখতে দেখতে হুহু করে চলে গেলো।

প্রত্যেকটা শীতের শুরুতে ভাবি
এবার একদিন খুব ভালো করে রোদ পোহাবো
এবার একদিন সারা দুপুর শুয়ে কাটাবো
ময়দানের সবুজ ঘাসের ওপর
চোখে রুমাল চাপা দিয়ে।

আরেকটা শীতকাল হুহু করে চলে গেলো।
আরেক বাণ্ডিল ক্যালেণ্ডার,
আরেকটা বছর।

আমার এবারো ভালো করে রোদ পোহানো হলো না