ভোর হয়

কিছু অবিশ্বাস চাই, কিছুটা বিশ্বাস থাকা ভালো;
দুইয়ে মিলে, মিলে-মিশে বিশ্বাস ও অবিশ্বাসে মিশে
আরেকটি স্বপ্নের দেশ, ধরা যাক আরেকটি নদী
নদীর তীরের গ্রাম, গাছপালা, শালিক চড়ুই।
ধরা যাক সেই গ্রামে কয়েকজন মানুষও রয়েছে
তাদের দুঃখ ও প্রেম, প্রতিশ্রুতি, স্বপ্ন ও বিশ্বাস।

বিশ্বাসে ও অবিশ্বাসে মিশে থাকা নদীর তীরের
আরেকটি স্বপ্নের দেশ, আরেকটি ছায়াচ্ছন্ন গ্রাম
হয়তো রচনা তার তেমন সহজ নয় তবু;
তবু যদি বৃষ্টি আসে, মফঃস্বলে খুব ভোরবেলা
অস্পষ্ট জানলার বাইরে আধো তদ্রা আধো ঘুমে লীন
কিছুটা বিশ্বাস আর কিছু অবিশ্বাস-
ভোর হয়
নতুন আবাদ ঘিরে পৃথিবীর শেষতম গ্রামে।