যদি

একটি বিয়োগান্ত নাটকের শেষ দৃশ্যে
নায়কের পরচুলা যদি হঠাৎ খসে পড়ে,
বিবাহলগ্নে মালাবদলের সময়
নববধু যদি হাঁচি দমন করতে না পারে,
মাথায় যদি আকাশ ভেঙে পড়ে,
যদি যেতে দেরি হয়
যদি আসতে তাড়াতাড়ি হয়,
যদি ফুল দেরি করে ফোটে
যদি পাতা তাড়াতাড়ি ঝরে।

যদি আইন করে কবিতা লেখা কম করা হয়,
যদি কবিতার কাগজের সম্পাদকদের
যাবজ্জীবন দ্বীপান্তর হয়,
স্নেহের সমীর চট্টোপাধ্যায়,
যদি?