নজরুল

কাজী নজরুল ইসলামকে আমি কখনো দেখিনি।
সে সৌভাগ্য আমার হয়নি।
কিন্তু যে-কোনো সময়, যে-কোনো জায়গায়
ভিড়ে ভর্তি সদর রাস্তায়, বাজারে সভায়
কি বিশাল শূন্য মাঠের মধ্যে নির্জনে একা একা
আমি ইচ্ছে করলেই
নজরুলের সাক্ষাৎ পেতে পারি।
উজ্জ্বল চাহনি, অমোঘ কণ্ঠস্বর
এক মাথা এলোমেলো চুল
আর গলাভর্তি গান আর গান।
হঠাৎ গান থামিয়ে নজরুল আমাকে জিজ্ঞাসা করেন,
‘সব ঠিক আছে তো?’
কি ঠিক আছে? কতটা ঠিক আছে?
সব মানে কি কি?
আমি কিছুই জানি না,
আমি কোনো উত্তর দিতে পারি না,
ভিড়ের মধ্যে, শূন্য মাঠে, বাজারে, রাস্তায়
নজরুল আমাকে প্রশ্ন করেন,
‘সব ঠিক আছে তো?’