ওগো হাওয়া, ওগো তারা, ওগো ফুল

অনেকদিন পরে আজ আবার অবোর শেষ রাতে
আবার হঠাৎ আমার ঘুম ভেঙে গেলো।

ওগো শেষ রাতের মৃদু মন্দ হাওয়া,
ওগো নারকেল গাছের ফাঁকে ম্রিয়মান তারা,
ওগো ফুটে ওঠা, সদ্য ফুটে ওঠা, গন্ধহীন ফুল;
তিন বছর আগে শেষবার যেদিন শেষ রাতে ঘুম ভাঙে
সেদিন তোমাদের আমি যেখানে রেখে গিয়েছিলাম-
তোমরা অকৃতজ্ঞ নও,
তোমরা যেখানে ছিলে সেখানেই আছো
সেখানেই আছো।

মানুষের প্রতি প্রকৃতির কৃতজ্ঞতাবোধ আছে কিনা,
যদি থাকে, তার কতটা গ্রহণযোগ্য?
এ বিষয়ে গত মাসের ‘নেচার অ্যাণ্ড ম্যান’ পত্রিকায়
প্রামাণ্য প্রবন্ধ লিখেছিলেন, ডক্টর এ বি উইলিয়ামস (জুনিয়ার)।

জুনিয়ার ডাক্তারদের নিয়ে আজকাল চারদিকে কি সব গোলমাল,
সেই ভয়ে ঐ প্রবন্ধটি আমি ভালো করে চোখ বুলিয়ে দেখিনি,
কিন্তু আজ শেষ রাতে আবার দেখতে পাচ্ছি,
ওগো হাওয়া, ওগো তারা, ওগো ফুল
তোমরা আমার জন্যে এখনো আছো,
যেমন থাকার কথা ঠিক তেমনিই আছে।