অশ্রু

অশ্রুজল,
তুমি দূরে থাকো কিছু দিন।
বাংলা কবিতার এত বড় সর্বনাশ
এর আগে আর কেউ কখনন করে নি।

তাছাড়া অশ্রুর মধ্যে বেশ জল আছে,
আবার আলাদা করে অশ্রুজল,
ব্যাপারটা রীতিমতো ভুল।

অতএব তোমাকে আলাদা করে
বাংলা কবিতার কোনো প্রয়োজন নেই
তুমি দূরে থাকো,
তুমি শুধু অশ্রু হয়ে দূরে দূরে থাকো।