শেষ নৌকো

সে আমার শেষ পারানির কড়ি,
আমার সোনালি সূর্যাস্ত।
সে আমার অতলান্ত গোধূলির ভেসে যাওয়া মেঘ
আমার ঘরে ফেরার শেষ খেয়া।

আমার সন্ধ্যাতারা, সে আমার চশমাছাড়া চোখ,
আমার রক্তচাপহীন বয়েস,
আমার শূন্যশর্করা রক্ত।

সে আমার শেষ যৌবনের জয় পতাকা।
চোখের শক্তি আরেকটু কমলো
দাঁতের জোর আরেকটু কমলো,
তাকে আজকাল ভালো করে দেখতে পাই না
অস্তাচলে ছড়িয়ে যায় আমার ভালোবাসা
সূর্যাস্তের শেষ খেয়ানৌকোয়।