শ্রীমতী আঙুর

আঙুরের ঝিরিঝিরি পাতা আর গুচ্ছ গুচ্ছ ফল
আজো আমার দ্রাক্ষাকুঞ্জ দেখা হয়নি
রবীন্দ্রনাথের কবিতায় এবং ফলওয়ালার ঝুড়িতে
ওমর খৈয়ামের অনুবাদে
আর সুরাপারের রঙীন লেবেলে,
কখনো,
দু’একটা দাঁতে দাত কেটে, জিবে ছুঁয়ে
আঙুরের সঙ্গে আমার সামান্য পরিচয়।

সেইজন্যে এখন আমি শ্ৰীমতী আঙুরকে
শ্ৰীযুক্তা দ্রাক্ষাসুন্দরী বলে ডাকি।