কোলাহল তাে বারণ হল

এত যে দুপুর দেখি
অমন দুপুর আমি আর কোথাও দেখি না
নতুন দিল্লিতে আমাদের আনন্দ-দুপুর।

আমার আবার ইচ্ছে করে, যাই
গিয়ে দেখি ঘরদোর ঠিক ঠিক আছে কি না
ঠিক ঠিক আছে কি না বাথটাব, বিছানা-বালিশ।
লবিতে দাড়ালে
হাতের নাগালে আসে কি না এখনও আকাশ।
এখনও দুপুরে কেউ ভালবেসে গান গেয়ে ওঠে অমন হঠাৎ?

হাঁটুঅব্দি ট্রাউজার, স্যান্ডাে গেঞ্জি গায়ে
বিকেলে বেরিয়ে পড়ি ফুরফুরে হাওয়ায়।
সন্ধ্যার ইন্ডিয়াগেট, সেই ঘাসমাটি, ভেলপুরি,
ঠিক ঠিক আছে কি না দেখে আসি
দেখি দিল্লি ফোর্ট, ফুটপাত, পালিকা বাজারে
কোথাও কারুকে একফেঁটা তােয়াক্কা না করে ওরকম চুমু খায় কি না।
আমার আবার ইচ্ছে করে

পৃথিবীতে এখনও দুপুর হয়।
ওরকম দুপুর কি একটিও হয়!