আত্মপরিচয়

কার দিকে গুলি ছুড়ছে হে
এখানে সবাই মানুষ?
-সুনীল গঙ্গোপাধ্যায়

কার দিকে ঘুরে দাঁড়াচ্ছে মানুষ
তবে কি নিজের দিকে?

এ ভূখণ্ডে শত্রু-মিত্র বলে কিছু নেই
আছে শুধু নিজের দিকে ঘুরে দাঁড়ানো
এ ঘুরে দাঁড়ানোর সহজ ভঙ্গি নিজেকে পাওয়া
নিজের মধ্যে নিজেকে সংক্রমিত করা
সুন্দরের দিকে সত্যের দিকে?

সুন্দর এবং সত্যের অবগাহনে তুমি
এবার নির্মাণ করো
শত্রু-মিত্রের নমিত প্রত্যয়
আদি এক বৃক্ষের রূপ
যার প্রকৃত অর্থে শয়তান এবং হাওয়া
তোমাকে নির্মাণ করেছিল তার প্রথম ভাষায়
তা তুমি অনুভব করো
তোমার ধ্যানে ও জ্ঞানে।

কার দিকে ঘুরে দাঁড়াচ্ছো মানুষ
তবে কি নিজের দিকে?