ভালোবাসার বস্তুগত ব্যবহার বিধি

আজও সিঁড়ি ধরে নেমে যায় ক্রোধ
সবুজ ছায়ারা আসে ছাদের নিচের ঘরে
হলুদ হওয়ার আগে
নেমে যায় পথে।

অভিমান অভিমানে ক্রোধ হ’লে
ক্রোধের হলুদ আসার আগে
ঝরে যায় যদি পরিপকের রূপ,
না-তুমি ঝরাও!
ফলের আসল পরিচয় তবে
কে দেবে আমাকে
বীজহীন রেখে তার
মাটির জীবন?

সবুজ রূপেতে স্বাদ নতুনের ঘরে
এনে দেবে সাময়িক,
চোখের চকচক দেবে যথেচ্ছ বাড়িয়ে।
কেন তুমি প্রিয় অবহেলা ভরে
হলুদ পাতাকে দেবে
পুনশ্চের ক্রোধ-অভিমান?

ক্রোধে আর অভিমানে রেখে একদিন
সবুজকে আবারো হলুদের আগে
যদি তুমি দিয়ে যাও শেষবার,
ভালোবাসার বস্তুগত ব্যবহার বিধি
তবে মেয়ে, বিনা মেঘে বজ্রপাত
হবে না আমার।