চ্যওমিন

অনুপ্রেরণার জন্যে চাই যে আহার
তুমি কি দেবে না প্রিয় প্রাকৃত আহার?

আহার মানে শব্দ-ব্যঞ্জন
আহার মানে তোমার সৌন্দর্যকে
ধারণ করার ক্ষমতা, পাকস্থলীর পরিপাক
কবির পাকস্থলী মানে হৃদয়।

কবির আহার হলো শব্দের চ্যওমিন
চেতনার দুটি কাঠি দিয়ে পঙ্‌ক্তির মতো
তুলে নেয়া চ্যওমিন
কবির আহার হ’লো পঞ্চ-ব্যঞ্জন
স্বাদের আত্মাদ মুখে
আঘাটায় ধুয়ে আসা হাত।