যম-দুয়ারী প্রেমিক আমি

মারতে মারতে কোথায় নেবে?
কবি তো ভাই আছেই মরে
প্রেমিক তো ভাই আছেই মরে
তোমার প্রেমের যম-দুয়ারে

যার শরীরে আগুন লাগাও
চাবুক মারো, খরা জাগাও
তার কপালে ফোসকা কিসের ভয়
তৃষ্ণা কিসের ভয়, আমি আছি
যম-দুয়ারী প্রেমিক বিশ্বময়?

মারতে মারতে কোথায় নেবে?
চোখ দুটোতো ঝলসে গেলো
হাত-পাগুলো নুলো হোলো
তবু হাতে ভালোবাসার ছড়ি
কোথায় তুমি নেবে শাদা ছড়ি?

মারতে মারতে কোথা নেবে?
এবার মরণ জয়ী হোলাম
ফিনিক্স পাখির উড়াল পেলাম
ভালোবাসার শাদা ছড়ির কাছে
আমার ঋণ যে স্বেচ্ছাচারীর মাঝে।