কিছুতে নেই, কিছুতে নেই

আমি এখন কিছুতে নেই, কিছুতে নেই
কিচিরমিচির কিছু ব্যথা বুকের ভেতর বাঁধছে বাসা
বাইরে এখন ওলট-পালট, ড্রাই-জিনেরই বাতাস বাড়ে
ভেতরটা যে আস্ত দখল, জবর দখল কে ওঠাবে?

চতুর্দিকে শূন্যতাবোধ গিলে খাচ্ছে
সব কিছুতে কিচ্ছুটি নেই, মনের ভেতর মনটিও নেই
রূপের ভেতর রূপটি
নাকি আমার ব্যতিক্রমী চোখ দু’টোতে
দৃষ্টি রেখে পালিয়ে বেড়ায় রূপের নগর
সামনে আমার উঁচু-নিচু ক’টি পাহাড়
হেঁটে যাচ্ছে আমার ছায়া, পাখির পালক
বায়ুর খোঁপায় রঙিন রিবন
হরহামেশা জ্বালায় ভীষণ একটি তিতির
মন্দিরা রায় তুমি এখন তানপুরাতে সাধছো গলা
এ অবেলায় একটি বালক চষছে শহর
কাঠফাটা-প্রেম মাথায় চেপে
শূন্যে এখন এপিটাফের তীব্র নিনাদ
গ্রেভইয়ার্ডে ঝুলছে কেন মৃত কপোত, তোমার আঁচল?
আমি এখন কিছুতে নেই, কিচ্ছুতে নেই
হায়রে আমার মন-ময়ূরী তুমিও বলো
আমি এখন কিছুতে নেই, কিচ্ছুতে নেই।