ভোরবেলা চোখ খুলে দেখি
একটি কালো কাক কা-কা না বলে
হঠাৎ ওঁ শান্তি, ওঁ শান্তি বলে উঠলো
আমি অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে
বুঝে নিলাম পৃথিবীতে আজ
শান্তির বর্জ্য বেড়ে গেছে।
প্রাতর্ভ্রমণের দিকে যেতে যেতে
একটি শাদাকেশী কুকুর বলে উঠলো
ওঁ শান্তি, ওঁ শান্তি
আমি অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে
বুঝে নিলাম পৃথিবীতে কুকুর অধিকারের শান্তি
লাগামহীন।
ঘরে-ঢুকে পালিত বিড়ালটির দিকে মুখ রাখতেই
বলে উঠলো ও সম্প্রীতি, ওঁ সম্প্রীতি
আমি মুহূর্তেই বুঝে নিলাম
পৃথিবীতে কাঁটার সম্প্রীতি আরো তীক্ষ্ণ,
আরো হন্তারক।