কালো দাগ

জরাগ্রস্ত এ মাটির ভিতরে বাহিরে কালো দাগ
যেন এক কালো মৃত্যু প্রত্যেক অসাড় অবয়বে।
সন্ধ্যার ঔজ্জ্বল্য মিছে। দিগন্তে হারালো রক্তরাগ
এখন তিমির প্রান্তে হাহাকার করি ওঠে সবে।
অসাড় গলিত কুষ্ঠে প্রাণহীন মৃতের মিছিলে
কুৎসিত কামনা আর পাশবিক লোভে ম্রিয়মাণ
ক্রমাগত কালো দাগ ছুড়ে ফেলে সমগ্র নিখিলে
জঘন্য পিশাচ মূর্তি তোলে আজ অন্তিমের গান।

রুদ্ধশ্বাসে নিশীথের বিষাক্ত প্রশ্বাস কালো দাগ
চুপিচুপি ঘোরেফেরে অন্তরীক্ষে পাহাড়ে ও জলে,
সূর্যের মিনার মুছে, গুড়ায়ে সূর্যের অনুরাগ
যেন আলেয়ার শিখা দিকভ্রান্ত করি একা চলে।
ঘনতর অন্ধকারে (কোথা পাব মুক্তির পরাগ?
মানুষের মৃত্যু হ’ল বিকৃত পশুর পদতলে)।