মুক্তধারা

যে সুরার খরস্রোতে আমার স্বাক্ষর রাখিলাম
প্রাণোচ্ছল গতি তার সময়ের ঊষর প্রান্তরে
কখনো মানে না মানা, ভোলে না সে সমুদ্রের নাম,
যে নেশায় করণির পথ রুদ্ধ হয়নি পাথরে

হৃদয়ের দীপাগ্নিতে দেখেছে প্রমত্ত দুর্নিবার
মাশুকের মুখচ্ছবি;- দেখেছে আপন মাহবুব;
প্রতি মুহূর্তের স্রোতে প’ড়েছে উজ্জ্বল ছায়া যার;
ভাবের অলক্ষ্যে লোক বিস্ময়ে দেখিছে সেই রূপ।

মূসার পূর্ণতা তার পথপ্রান্তে,- ঈসার নিঃসীম
ধ্যানমূর্তি! দেখেছে সে জিজ্ঞাসার বেলা
খিজিরের দৃষ্টি দিয়ে; পথে যার নবী ইব্রাহিম
জ্বেলেছে তৌহিদ শিখা! যে নিঃসঙ্গ সম্পূর্ণ একেলা
ঈমানের পূর্ণ স্রোতে নিয়ে এল পাথেয় অসীম
-যে পাথেয় নিয়ে আজও চলিয়াছে অসংখ্য কাফেলা।