নামভূমিকায়

তোমার স্বপ্ন,- খাল কেটে আনা ঘরে কুমীর
(অর্থাৎ কী-না কুমীরের রাজপাট)!
তাইতো তোমার মনে ও মগজে ঢের ফিকির
খোঁজে সর্বদা যাবতীয় আটঘাট।।

গণ-কীর্তনে বোঝাও: কুমীর, সোদর ভাই!
হুঁশিয়ার ভণে: মটকায় শুধু ঘাড়,
প্রতীক্ষা করে নদীতীরে কাজ ক’রে কামাই
সুবিধা মাফিক মারতে তুলে আছাড়।।
কুমীরের সাথে আত্মীয়তা বা রেশ্তা খুঁজে
আশা আর ভাষা, কৃষ্টির চাও মিল!
হাড়ে হাড়ে যারা টের পেল তারা চক্ষু বুজে
বলে: মাঝখানে আছে ঢের খাল-বিল।।

কুমীর তোমাকে কি দিল জানি না, কি দিতে চায়
যদিও সে কথা হয় নাই পুরো জানা,
তবু অবশ্য বুঝি মোটামুটি- নদী চড়ায়
দিয়েছে সে মোটা রক্তিম নজ্রানা।।

হায়াত দারাজ দেখেছে জীবনে ঢের কুমীর,
জানে,- বেসামাল কে এখন নাজেহাল,
নিয়েছে শরণ কি কারণে কোন্ সুবুদ্ধির,
আনতে কুমীর কোন্ পথে কেটে খাল।।