পাতি

তোমার আসন শূন্য ওগো পাতি পূর্ণ করো তারে
আস্তাকুঁড় পূর্ণ করে লোক যথা বিশিষ্ট পল্লীর –
তেমনি সম্পূর্ণ করো নিম্নতম পদ কেরানীর – ;
নির্বোধের শত পন্থা ভোলা থাক এধারে ওধারে।
স্বাধীন শ্রমের মাঠে কোনোদিন দেখিনি তোমারে
তাইতো নিশ্চিন্ত মনে যেথা সেথা দিই বিজ্ঞাপন
ত্রিংশৎ মুদ্রার প্রেমে বিক্রী করো মস্তিষ্ক আপন
বিক্রী করো হে ধীমান। সচেতন সম্পূর্ণ সত্তারে।

অতীব সুশীল তুমি এ কার্যের সম্পূর্ণ লায়েক।
দেখ না তোমার রাস্তা গড়িয়াছে হিতৈষী বন্ধুরা।
হরেক রকম সুখ আর পাবে সুবিধা অনেক
মাসের পহেলা দিনে পকেটে বাজিবে তানপুরা,
মাস খতমের চিন্তা করিও না কখনো বারেক;
তোমাকে দেখাবে পথ সংখ্যাহীন শিক্ষিত বন্ধুরা।।