আর্টগ্যালারির সুন্দরীদের জন্যে

বড়শিতে গাঁথা মাছ সারিসারি ঝুলছে দেয়ালে
নিপুণ ধীবরসংঘ শুঁটকি করে রেখে দিচ্ছে সাধের শিকার
বাতাসে সুগন্ধ ভাসে ছুটে আসে দল বেঁধে
মাছি ডাঁশ শবাহারী পোকা
সবাই খাবলে খায় লিপস্টিক লাল রুজ সোনালি কাজল
শাস্ত্রসম্মত সব প্রসাধন

আর্টগ্যালারির
চুনকাম করা সব মসৃণ দেয়ালে
ক্ষুধার্ত শীতসব লেপ্টে আছে হাজার বছর
জ’মে যাচ্ছে সুন্দরীরা কোল্ডস্টোরেজ মাছের মতোন

দিব্য আলো জ্বেলে ছোটে ফোক্সওয়াগন
অস্থির কিসের পিছে? শ্লিভলেস সুন্দরীরা নিচে
অভ্যর্থনাকক্ষে ব’সে হল্লা করে
কেক খায় সোনালি পিরিচে
তখন সমস্ত স্বপ্ন শ্লোগান দিতে দিতে
চ’লে যায় মফস্বলে
আর্টগ্যালারির চুনকাম নষ্ট ক’রে শাশ্বত সুন্দরীরা
ধ’সে পড়ে নির্মম মেঝেতে।