বহুদিন পর একটি কবিতা

বহুদিন পর একটি কবিতা, বহুদিন পর মেঘ
বহুদিন পর ফোটে ফুল আর স্বপ্ন-আবেগ;

একটি কবিতা বহুদিন পর, বহুদিন পর গান
বহুদিন পর তোমার আমার ঘুচে যায় ব্যবধান;

বহুদিন পর আকাশ রঙিন, ভরা এই দিঘি নদী
নামে বারিধারা কেটে যায় এই হৃদয়ের খরা যদি;

বহুদিন পর ফুল ফোটে বনে, গান করে সব পাখি
বহুদিন পর একটি কবিতা, বহুদিন পর রাখী;

বহুদিন পর একটি কবিতা, একটি অন্ত্যমিল
বহুদিন পর বন্ধ দুয়ারে খুলে যায় সব খিল।

২.১০.৯৭