দ্বৈপায়ন

আমার জন্ম কি দ্বীপে? যমুনার ধু ধু চরে? কেউ
জানে না,
আমি দ্বৈপায়ন নই;
আমার ঠিকানা খুঁজে পাই না আমি, বংশপরিচয়
পাই না;
আমি পাখির মতো পলাতক, পাখির মতো
পরিচয় হীন,
কে আমাকে ফেলে দিলো এই নিঝুম দ্বীপে,
এই বালির সংসারে
এই যমুনা, এই কাদা মাটি কি আমার জন্মভূমি আমার
মাতৃনাম?
আমি এই ভেজা মাটিতে গড়াগড়ি খাই, এই জলে
খেলা করি,
আমার আর কিছু নাই;
পাখা ছিলো উড়তে ভুলে গেছি, পা আছে চলতে
জানি না,
আমি পলাতক পাখি, দ্বীপে জন্ম তবু দ্বৈপায়ন নই।