কবির বসন্ত

বসন্ত কবির অশ্রু, কবির হৃদয়ে শিহরন
শীতের বুকের মধ্যে সে যেন লুকনো চাঁপাবন,
সে যেন কবির দুঃখ, কবির সঞ্চিত ভালোবাসা
তোমার বিদায় থেকে আবার তোমার ফিরে আসা;
শীতের বিবর্ণ পাতা লিখে যায় বসন্তের নাম
কে যেন পাঠায় এই স্বপ্নভরা অনন্তের খাম,
পুনরায় মেঘ করে, পুনরায় বয়ে যায় নদী
শালী পলাশ ফোটে, তবু তার মন ভরে যদি।

কবির বসন্ত তার বুকভরা বিরহের গান
কখনোবা শূন্য মাঠ, কখনোবা মাঠে পাকা ধান,
দুচোখের জলে কবি বসন্তের আয়োজন করে
সেই দুঃখে ফুল ফোটে, সেই দুঃখে পাতাগুলি ঝরে;

কবির বুকের মধ্যে জেগে থাকে বসন্তের চাঁদ,
জেগে থাকে ভালোবাসা, জেগে থাকে অনন্ত বিষাদ।