ইদানীং ভালোবাসি

আমি তাই ভালোবাসি পৃথিবী, কপোতির প্রেম
ঘনরাতে যুবতীর স্ফীত বক্ষের স্পন্দন।
মায়ের আঁচল তলে আব্দারে লুকিয়ে রাখা
আপনার শংকিত নত চিরশিশু মুখ গোপনে।

ভালোবাসি কিশোরের সচ্ছল চঞ্চলতা,
কিশোরীর আনত গভীর শিশুচোখ।
ভালোবাসি বিধবস্ত ফুটপাতের উলংগ
অনাহারী ন’বছরের ক্ষুদ্র ছেলেটিকে।

ভালোবাসি চলন্ত রিকশার প্যাণ্ডেলে পা,
ভালোবাসি বাসের হ্যাণ্ডেলেই ঝুলে পড়া,
ভালোবাসি নিত্যকার সকালের জ্বলন্ত
মেছো বাজারের দর কষাকষির ঝড়,
ভালোবাসি প্রয়োজনীয় দ্রব্যে অগ্নিমূল্য।

রাজনীতি ভালো লাগে জব্বরই- কেননা
গলাকাটা ফাটাফাটি রোমাঞ্চকন্তু বেশ।
ভালোবাসি দোয়েলের নিসর্গ মিষ্টি শীষ,
কোকিলের বাসন্তী শানাই অথবা বাঁশী,
অথচ তারাই ভুলে যেনো গেছে আমাকে-।
যাদের বাসি না ভালো তাদের প্রচণ্ড ভীড়
চারিদিকে সর্বদাই, অথচ যাদের চাই
তারা আজ বহুদুরে অনাত্মীয়ের মতো
চরকার সুতো কাটা শেষ যেন সহসা।

তাই তো ভালোবাসি কেরানীর মাছিমারা,
দিনশেষে এক টুকরো পোড়া রুটি যেনো
অনেক তৃপ্তি দেয় দৃজাদ্যের চেয়ে।
ভালোবাসি নিষিদ্ধ এলাকার অভিসার
গোপনে, বইতে সহস্র রোগের জীবানু,
ভালোবাসি ঝুলে পড়া স্তনের সুউত্তাপ
কসমেটিক মাখা তরুনীর উত্তপ্ত
সুঘ্রান মাখা চুমোর লিপিস্টিকের চেয়ে।

ভালোবাসি সকালের নিত্যকার ঝগড়া
অবুঝ সন্তান এবং মুখর স্ত্রীর সাথে।