যুগল দোলনা

দোলাও তোমার দুই পৃথিবী দোলাও
ভোলাও যতো ক্ষুধার্ত চোখ ভোলাও
দোলাও তোমার দালান কোঠা দোলাও

নগর তোমায় নাচাচ্ছে নাচ নাচো
সম্মিলিত বসন্ত উৎসবে,
ভাঙো তোমার পায়ের শিকল ভাঙো
সোনায় মোড়া খাঁচার কারাগার।

দোলাও তোমার ক্রিসেনথিমাম দোলাও

কষ্টগুলো উল্টেপাল্টে দ্যাখো,
দ্যাখো তোমার নিভৃত কিংখাব।
আলোর ভাষা পড়তে যদি পারো
বাজাও তবে গাঢ় অন্ধকার।

দোলাও তোমার স্বপ্নস্মৃতি দোলাও

ফুটতে যদি পারো পংক জলে,
মৃগনাভির গন্ধ নিয়ে ফোটো।
উড়িয়ে দিয়ে আবহমান ঠুলি
তনুর তীরে তৃষ্ণা-তরী বাঁধো।

দোলাও তোমার আরশি মহল দোলাও।।

২৬.০৮.১৩৯৫ রাজাবাজার, ঢাকা